ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)। এরপরই বিশেষ বার্তায় জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। ভারি বৃষ্টির পূর্বাভাসে ক্ষয়ক্ষতি এড়াতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
শুক্রবারের (২৬ জুলাই) প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া অফিস উপকূলীয় শহরে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পরে পুলিশ মুম্বাইয়ের বাসিন্দাদের আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত বাড়িতে থাকতে বলেছে। এ ছাড়া মুম্বাইয়ে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি আছে।
এক্সে পোস্ট করা এক বার্তায় পুলিশ বলেছে, আইএমডি আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুম্বাইয়ে রেড অ্যালার্ট ঘোষণা করেছে। মুম্বাইবাসীকে অত্যাবশ্যক না হওয়া পর্যন্ত বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে নিরাপদে থাকুন। জরুরি পরিস্থিতিতে ১০০, ১১২ ডায়াল করুন।
এক তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মুম্বাই শহরে ৪৪ মিলিমিটার, পূর্ব শহরতলিতে ৯০ মিলিমিটার এবং পশ্চিমাংশে ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ভারি বৃষ্টির কারণে এখন পর্যন্ত ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ১০টি ফ্লাইট মুম্বাই থেকে সরিয়ে কাছাকাছি বিমানবন্দরে নেওয়া হয়েছে। বলা হচ্ছে, হঠাৎ প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ভয়াবহ রূপ নিতে পারে। তাই সবাইকে সতর্ক অবস্থানে থাকতে অনুরোধ করা হয়েছে।
টিবি
Discussion about this post