সরকারি কলেজের মৃত শিক্ষকদের পদোন্নতি দেয়ার অঘটন কয়েক বছর পরপরই ঘটায় শিক্ষা মন্ত্রণালয়। তবে এবার নতুন অঘটন ঘটিয়েছে। অনেক যাচাই-বাছাই ও টেলিফোনে নিশ্চিত হয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ১৩৫ কলেজে অধ্যক্ষ পদে বদলিভিত্তিক পদায়ন দিয়েছে। তবে, এ তালিকায় দুইজন মৃত শিক্ষকও রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এমন কাণ্ডে শুরু হয়েছে তীব্র সমালোচনা। যুগ্ম-সচিব নুরুজ্জামানচক্র এর পেছনে রয়েছে বলে অভিযোগ। আর এসব নিয়ে বিব্রত শিক্ষা ক্যাডার কর্মকর্তারাও।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা তিনটি আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, আগামী ১৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।
জানা গেছে, মঙ্গলবার তিনটি তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক ছিলেন মোহাম্মদ জামাল উদ্দীন। তাকে অধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে। অথচ তিনি প্রায় দুই বছর আগে মারা গেছেন। এছাড়া রংপুরের পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়নপ্রাপ্ত মুত্তালিব এক বছর আগেই মারা গেছেন। শিক্ষা ক্যাডার কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন অধ্যক্ষ পাওয়া কলেজগুলো হলো- কুমিল্লার দোল্লাই নোয়াবপুর কলেজ,কক্সবাজারের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজ, খাগড়াছড়ির পানছড়ি ডিগ্রি কলেজ, মহালছড়ি কলেজ, মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজ, রাঙ্গামাটির লংদু মডেল কলেজ, ভোলার তজুমতি ডিগ্রি কলেজ, নেত্রকোনার কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজ, কুড়িগ্রামের চিলমারী ডিগ্রি কলেজ, রৌমারী ডিগ্রি কলেজ, সাইফুর রহমান মহাবিদ্যালয়, মীর ইসমাইল হোসেন কলেজ, গাইবান্ধার ফুলেশ্বরী ডিগ্রি কলেজ, দিনাজপুরের আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ, লালমনিরহাটের আলিমুদ্দিন ডিগ্রি কলেজ, করিম উদ্দিন পাবলিক কলেজ, মৌলভীবাজারের কুলাউড়া ডিগ্রি কলেজ, বান্দরবানের মাথা মুহুরী কলেজ, হাজী এম এ কালাম ডিগ্রি কলেজ, রাঙ্গামাটির ডিগ্রি কলেজ, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজ, গাইবান্ধার বেনারপাড়া ডিগ্রি কলেজ, মৌলভীবাজারের রাজন নগর ডিগ্রি কলেজ, কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়, সুনামগঞ্জের দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ।
পদায়ন পাওয়া শিক্ষকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
এ ইউ/
Discussion about this post