চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, দুটি বাল্কহেড এবং তিনটি বোটসহ ২৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর ও গজারিয়া কোস্ট গার্ড চাঁদপুরের মেঘনা নদীতে কালিরচর এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি ড্রেজার, দুটি বাল্কহেড, দুটি স্পিডবোট ও একটি দেশীয় নৌকাসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত সব ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটককৃত ২৮ জন আসামিকে মতলব উত্তর উপজেলার বেলতলি নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
এস এইচ/
Discussion about this post