আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) পিরোজপুর টাউন ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধনে উপস্থিত হন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
মানববন্ধনে তিনি বলেন, ‘যদি মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় তবে দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সব পণ্য বয়কট করবে। মেঘনা গ্রুপ খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এরা বাংলাদেশে অবস্থান করলেও ভারতের পরামর্শে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।’
তিনি আরো বলেন, ‘যখন ভারতের টাকা ও ইন্ধনে ঢাকার শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, দিনের পর দিন মানুষকে কষ্ট দিয়ে, দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করছিল, তখন মাহমুদুর রহমান আমার দেশে লিখেছিলেন ‘ফ্যাসিবাদের গর্জন শোনা যায়’। এই লেখার পরই ফ্যাসিবাদী আওয়ামী লীগ মাহমুদুর রহমানের ওপর মামলা হামলা করেছিল। দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোরআনের পাখি আল্লামা সাঈদী যেভাবে বাঘের মতো গর্জন করতেন, লড়াই করতেন, একইভাবে মাহমুদুর রহমানও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছেন।’
মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘আমাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং মাহমুদুর রহমানের মতো নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা বিএনপির সদস্যসচিব লাভলু গাজী, পৌর জামায়াতের আমির মাওলানা ইসহাক আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।
এস এইচ/
Discussion about this post