৫৮তম মিনিটে নামলেন, ৭৮ থেকে ৮৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করলেন। ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসির জন্য এটা যেন আগে থেকেই লেখা ছিল! এর দিন তিনেক আগে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। যেখানে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১০ হ্যাটট্রিকের ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁয়েছিলেন মেসি।
গতকাল যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) আজ নিউ ইংল্যান্ডকে ৬-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ভেঙেছে ফ্লোরিডার দলটি। নিউ ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া ৩ পয়েন্টে এমএলএসের নিয়মিত মৌসুমে মেসিদের মোট পয়েন্ট হয়েছে ৭৪, যা ২০২১ সালে এই নিউ ইংল্যান্ডের ৭৩ পয়েন্টের রেকর্ডের চেয়ে ১ বেশি। মেসির হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। একই দিনে ক্লাব বিশ্বকাপে সুযোগ পাওয়ার সুখবরও পায় মেসির দল।
ম্যাচ শেষে ফিফা সভাপতি মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম ও জর্জ মাসের উপস্থিতিতে বক্তব্য দেন। আর এই সময়েই ফিফা ২০২৫ ক্লাব বিশ্বকাপে মায়ামির জায়গা পাওয়ার তথ্য নিশ্চিত করেন ইনফান্তিনো। উত্তর আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপের প্রতিযোগিতা (কনকাকাফ) থেকে বৈশ্বিক আসরটির জন্য চারটি স্পট নির্ধারিত ছিল। তার শেষ স্পটটি দখলে নিলো এমএলএস শিল্ডজয়ী ও ইস্টার্ন কনফারেন্সে দীর্ঘদিন পয়েন্টের শীর্ষে থাকা মায়ামি।
ফিফা সভাপতি বলেন, ‘আপনাদের তিনটি বিষয় বলার আছে। প্রথমত, সাপোর্টার্স শিল্ড জয়ের জন্য অনেক অভিনন্দন। দ্বিতীয়ত, আপনার ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এবং সর্বশেষ, আপনাদের হার্ড রক স্টেডিয়ামেই ৬৫ হাজার দর্শকের সামনে আসন্ন টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।’
এদিন শুরুর একাদশে ছিলেন না মেসি। ৫৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই যাদু দেখান তিনি। আজকের হ্যাটট্রিক নিয়ে এমএলএসের এ মৌসুমে ১৯ ম্যাচে তার গোলসংখ্যা এখন ২০টি। সুয়ারেজ মেসির সমান গোল করেছেন ২৭ ম্যাচ খেলে।
অথচ ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে বসে মায়ামি। আর ৩৪তম মিনিটে নিউ ইংল্যান্ড ব্যবধান দ্বিগুনও করে ফেলে। ৪০ থেকে ৪৩—এই তিন মিনিটের মধ্যে সুয়ারেজের জোড়া গোলে অবশ্য ২-২ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে মায়ামি।
৭৮ থেকে ৮৯—১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ৭৮তম মিনিটে প্রথম গোলটিতে সহায়তা করেন বার্সেলোনার সাবেক স্ট্রাইকার সুয়ারেজ, ৮১তম মিনিটে মেসির দ্বিতীয় গোল বার্সেলোনার আরেক সাবেক তারকা জর্দি আলবার সহায়তায়, ৮৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করা গোলে আবার অবদান সুয়ারেজের।
ম্যাচ শেষে মেসিকে বদলি হিসেবে নামানো নিয়ে মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো বলেন, ‘বড় একটা চোটের পর তার সেরে ওঠা এবং আবার দলের সঙ্গে যুক্ত করা নিয়ে আমাদের সতর্ক থাকতে হয়েছে। জাতীয় দল এবং আমরাও এটা নিয়ে খুব সতর্ক ছিলাম।’
তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে যে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টার মুখোমুখি হওয়ার আগে তাকে আমরা আদর্শ শারীরিক অবস্থায় পেয়েছি।’
এম এইচ/
Discussion about this post