জোটের গুরুত্বপূর্ণ নেতা নাইডু ও নীতিশ কুমারের সমর্থন পাওয়ায় সরকার গঠন নিশ্চিত হয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের। আর তাই আগামীকাল রোববার সন্ধ্যায় একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার নতুন মন্ত্রিসভার সদস্যরা।
তার শপথগ্রহণ উপলক্ষে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে। জমকালো অনুষ্ঠানে যোগদানকারী বিশ্বনেতাদের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রেসিডেন্ট ভবনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যেখানে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মোদিকে শপথবাক্য পাঠ করাবেন।
কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লি পুলিশের সোয়াত ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডোদের অনুষ্ঠানস্থল ও অন্য কৌশলগত অবস্থানের চারপাশে মোতায়েন করা হবে। কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর মোদিই প্রথম টানা তিন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, রোববার (৯ জুন) সন্ধ্যায় জাতীয় রাজধানীর প্রেসিডেন্ট ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।
দেশটির লোকসভা নির্বাচনে এবার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। সরকার গঠনে প্রয়োজন ২৭২টি আসন পায়নি দলটি। আর তাই জোট সরকারেই এবার ভরসা মোদির। লোকসভা নির্বাচনে মোট আসন ৫৪৩। যার মধ্যে এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইনডিয়া জোট পেয়েছে ২৩২ আসন। এর মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন।
টিবি
Discussion about this post