দেশীয় শোবিজের এক সময়ের তুমুল ব্যস্ত ও চাহিদা সম্পন্ন মডেলের নাম মোজেজা আশরাফ মোনালিসা। আকাশ ছোঁয়া জনপ্রিয় এই সুহাসিনী তারকার স্নিগ্ধ মিষ্টি হাসি এখনো অনেক দর্শক-ভক্তের মনে অন্যরকম দোলা দিয়ে যায়।
বিজ্ঞাপন চিত্রে মডেলিংয়ের পাশাপাশি কাজ করেছিলেন অনেক নাটক ও মিউজিক ভিডিওতেও। নাচেও ছিলেন বেশ পারদর্শী। এই মডেল প্রায় ছয় বছর আগে বেছে নেন প্রবাস জীবন। সম্প্রতি দেশে ফিরেছেন মোনালিসা। কেন ফিরলেন এবং কেমন কাটালেন প্রবাসজীবন? সেই গল্প জানিয়েছেন দেশের একটি সংবাদপত্রকে।
এই মডেল জানান, ‘আমি প্রবাসে অনেক ভালো আছি। সবাই কম বেশি জানে বড় বড় কসমেটিক্স কোম্পানির সাথে কাজ করছি। এছাড়াও আমি একটা ব্যাংকের সাথে কাজ করছি। সেই সাথে মডেলিংও করছি। এখন যারা নাটকে, সিনেমা, বিজ্ঞাপণে কাজ করছেন সবার কাজ ভালো লাগে।
দর্শকদের উদ্যেশ্যে তিনি বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ভালো কাজ উপহার দিতে।’
এ এস/
Discussion about this post