ময়মনসিংহে মোবাইল ফোন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তারিকুল আলম নোমান নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, সেট চার্জে দিয়ে তিনি ঘুমিয়ে পড়ার পর কোনো এক সময়ে সেটটি বিস্ফোরণে তিনি দগ্ধ হন।
শুক্রবার ভোরে নগরীর নাহা রোডের জমির মুন্সি এলাকার নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটেছে।
তারিকুল আলম নোমান ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, রাতে হাসপাতালে অপারেশন শেষে বাসায় যান চিকিৎসক তারিকুল আলম নোমান। এ সময় কক্ষে একা ঘুমানোর আগ মুহূর্তে মোবাইল ফোন সেট চার্জে রাখেন। ফজরের সময় কক্ষ থেকে পোড়া গন্ধ বের হলে পরিবারের লোকজন দরজা খুলে নোমানকে দগ্ধ অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, চিকিৎসকের দুই হাত, নাক, মুখ ও বুক দগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোররাতে মোবাইল সেট বিস্ফোরণে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এ ইউ/
Discussion about this post