আসন্ন ২০২৫ আইপিএল নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংস বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ আগামী আসরে খেলতে হলে নিলামে দল পেতে হবে মোস্তাফিজকে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রিটেইন ও বাদ পড়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দলটি।
হলুদ শিবিরের ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় যে পাঁচজন ক্রিকেটার আছেন, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নামটি মহেন্দ্র সিং ধোনি। এর মধ্য দিয়ে আগামী আইপিএলে ভারতের সাবেক অধিনায়কের খেলা নিয়ে যে সংশয় ছিল, তা কেটে গেছে। অবশ্য মাত্র ৪ কোটি রুপিতে তাকে ধরে রাখতে সক্ষম হয়েছে চেন্নাই। কারণ, তাকে বিবেচনা করা হয়েছে ‘আনক্যাপড’ বা অভিষেক না হওয়া খেলোয়াড় হিসেবে।
৪৩ বছর বয়সী ধোনির পাশাপাশি চেন্নাই ধরে রেখেছে টপ অর্ডার ব্যাটার রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি রুপি), পেসার মাথিশা পাথিরানা (১৩ কোটি রুপি), অলরাউন্ডার শিবাম দুবে (১২ কোটি রুপি) ও রবীন্দ্র জাদেজাকে (১৮ কোটি রুপি)। ফ্র্যাঞ্চাইজি দলটি নিলামে খরচ করতে পারবে ৫৫ কোটি রুপি।
উল্লেখ্য, আইপিএলের পরবর্তী আসরের জন্য আগের মৌসুমের দলের সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার তালিকা জমা দিতে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এ ইউ/
Discussion about this post