রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কামাল হোসেন নামের ওই ব্যক্তি সাবেক সেনা সদস্য বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (১৬ অক্টোবর) কামাল হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
এর আগে ডাকাতির ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ডিবি গ্রেপ্তার করেছে তিনজনকে আর র্যাব গ্রেপ্তার করে আটজনকে।
প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতি হয়। পুলিশ ও বাসার বাসিন্দারা জানান, যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতেরা বাসায় ঢুকে ডাকাতি করেন। এ সময় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করা হয়।
সূত্র: চ্যানেল 24
এস এইচ/
Discussion about this post