মোহাম্মদপুরে বাড়ির ছাদে একজনকে জবাই করে হত্যা শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সত্য নয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মোহাম্মদপুরের সেনা ক্যাম্পে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক মেজর এ তথ্য জানান।
তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মোহাম্মদপুরে বাড়ির ছাদে একজনকে জবাই করে হত্যা’ শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি সত্য নয়। মূলত দুই মাদক কারবারির দ্বন্দ্বে এক পক্ষ আরেক পক্ষের এক সদস্যকে কুপিয়ে আহত করে। ২৪ অক্টোবর শেখের টেক ২ নম্বর রোডের শেষ মাথায় এই ঘটনা ঘটে। তবে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
সেনা কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় উভয় পক্ষের সব সদস্যকে ইতোমধ্যে সেনাবাহিনী আটক করেছে। তারা মোহাম্মদপুরে পুলিশ হেফাজতে আছে। এখনও তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। জানা গেছে, তারা মাদক ব্যবসায়ী রনি ও জনির লোক। এছাড়া তারা সবাই শীর্ষ সন্ত্রাসী কব্জি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের অনুসারী।
সূত্রঃ চ্যানেল 24
এ ইউ/
Discussion about this post