মাঠে চলছিল দুই দলের লড়াই। এই সময় হুট করেই আঘাত হানল বজ্রপাত। এতে প্রাণ হারালেন ৩৫ বছর বয়সী এক ইন্দোনেশিয়ান ফুটবলার।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গত শনিবার। সেদিন ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বান্দুংয়ের সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ২ এফএলও এফসি বান্দুং ও এফবিআই সুবাং।
ম্যাচ চলাকালে সুবাংয়ের অর্ধে দলটির ফুটবলার সেপ্তাইন রাহারজার শরীরে আঘাত করে বজ্রপাত। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হতবাক হয়ে যান তার সতীর্থরা। বজ্রপাত আঘাত করার মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, বজ্রপাতের আঘাতের পরও শ্বাস চলছিল রাহারজার। তাকে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এর পরপরই মারা যান তিনি।
গত ১২ মাসে এনিয়ে দ্বিতীয়বার ইন্দোনেশিয়ার কোনো ফুটবলার বজ্রপাতের কবলে পড়লেন। ২০২৩ সালে সোয়েরাতিন অনূর্ধ্ব-১৩ কাপ চলাকালে পশ্চিম জাভার বোজোনেগোরোর এক তরুণ ফুটবলারকে আঘাত করে বজ্রপাত।
এর ফলে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে বোজোনেগোরোর ইবনু সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর সেরে উঠেন তিনি। প্রায় ২০ মিনিট পর তার জ্ঞান ফেরে।
এ জেড কে/
Discussion about this post