খেলাধুলার জগত থেকে রাজনীতিতে প্রবেশ করা নতুন কোনো ঘটনা নয়। একমাত্র আফ্রিকান খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কারজয়ী জর্জ উইয়াহ লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এবার জর্জিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার মিখাইল কাভেলাশভিলি।
৫৩ বছর বয়সী কাভেলাশভিলি ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে খেলেছেন। পারফর্মেন্স একেবারেই সাদামাটা- ২৮ ম্যাচে মাত্র ৩ গোল। জর্জিয়ার জাতীয় দলের হয়েও তার পারফর্মেন্স খুব একটা সুবিধার নয়। ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৪৬ ম্যাচে ৯ গোল করেছেন। মাঠের পারফর্মেন্স সাদামাটা হলেও রাজনীতির মাঠে কিন্তু কাভেলাশভিলির বিজয় নিশান উড়ছে।
সম্প্রতি সাবেক সোভিয়েত রাষ্ট্র জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন কাভেলাশভিলি। তাতেই নিশ্চিত হয়ে গেছে তার প্রেসিডেন্ট হওয়া। কাভেলাশভিলির ড্রিম পার্টি গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। যদিও তাদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে বিরোধীরা। তাহলে ১৪ ডিসেম্বরের নির্বাচনে কীভাবে প্রেসিডেন্ট হবেন কাভেলাশাভিলি?
আসলে জর্জিয়ার প্রেসিডেন্ট পদটি সম্মানসূচক। সংসদ সদস্য, মিউনিসিপ্যাল কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ৩০০ সদস্যের ইলেকটোরাল কলেজের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। যেহেতু ইলেকটোরাল কলেজের বেশিরভাগ ভোটারই ড্রিম পার্টির, তাই আগামী কাভেলাশভিলির জয় স্রেফ সময়ের ব্যাপার। মাঠের খেলায় বাজে অবস্থায় থাকা ম্যান সিটির জন্য এটা নিঃসন্দেহে খুশির খবর।
এ ইউ/
Discussion about this post