যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সঠিক সময়ে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান। সোমবার (০৭ জুলাই) হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, “আমি চাইবো সঠিক সময়ে (ইরানের) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি, তাদেরকে পুনর্গঠনের সুযোগ দিতে পারি। কারণ আমি চাই ইরান শান্তিপূর্ণভাবে নিজেদের গড়ে তুলুক এবং ‘আমেরিকার মৃত্যু হোক’, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক’, ‘ইসরায়েলের মৃত্যু হোক’ বলে ঘুরে বেড়াবে না।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করেছি। তারা আলোচনা করতে চায়। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করবে। ’
ট্রাম্প বলেন, ‘তারা একটি বৈঠকের অনুরোধ করেছে… এবং যদি আমরা কাগজে-কলমে কোনো কিছু লিখতে পারি, তাহলে তা ঠিক হবে। এটা ভালো হবে। আমরা দেখব কী হয়।’
মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আগেই জানিয়েছেলেন, বৈঠকটি ‘আগামী সপ্তাহ বা তার কাছাকাছি সময়ের মধ্যে’ অনুষ্ঠিত হতে পারে।
ইরানের ওপর আরেকটি হামলা চালানোর কোনো ‘আকাঙ্ক্ষা’ আছে কিনা?— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি আমাদের এটি করতে হবে না। আমি এটি করতে চাই না। আমি কল্পনাও করতে পারি না যে, তারা এটি করতে চাইবে। তারা দেখা করতে চায়… তারা কিছু একটা সমাধান করতে চায়।’
ইরান দুই সপ্তাহ আগের তুলনায় ‘এখন অনেক আলাদা’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশা করি এটা (যুদ্ধ) শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় ইরান দেখা করতে চায়। আমার মনে হয় তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় এবং আমি এর পক্ষে আছি।’
সূত্র: আনাদোলু
এম এইচ/
Discussion about this post