প্রথমাবের মতো ওয়েব সিরিজে অভিনেত্রী জয়া আহসান। এ ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। জয়ার সঙ্গে কাজের অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
নিজের ফেসবুকে জয় লিখেছেন, ‘শেষ কাজ করেছিলাম তার সাথে ২৩ বছর আগে। ২৩ বছর পর ঠিক সেই লোকেশনেই আবার শুটিং হল। মাঝের ২৩ বছর দুই থেকে তিনবার সামনাসামনি দেখা হয়েছে। কথা হয়েছে সামান্য।এরপর জিম্মি। কথায় আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। জয়া আহসান আমার নসিবে ছিল।’
জানা গেছে বেশ গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে জয়কে। জিম্মিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানিয়ে জয় বলেন, ‘পরিচালক নিপুনের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব; যে তিনি আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মি তে আমার চরিত্রটা, আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র। সেই সাথে সহশিল্পী জয়া আহসান, ইরেশ যাকের সহ অনেকেই কাজটাকে আমার জন্য সহজ ও স্মরণীয় করেছেন।’
‘জিম্মি’-তে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেশ যাকেরকে। এতে রুনা লায়লা চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সিরিজটি বানিয়েছেন আশফাক নিপুন।
এস এইচ/
Discussion about this post