যাত্রা পথে মাঝ আকাশে এক যাত্রীর জীবনরক্ষায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণের ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটটি সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটের মধ্যে একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।যাত্রীর জীবনরক্ষায় বুলগেরিয়ার সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা দিয়ে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। পরবর্তীতে অসুস্থ যাত্রীকে চিকিৎসার জন্য বুলগেরিয়ার একটি হাসপাতালে পাঠানো হয়। ৮৪ বছর বয়সী ওই যাত্রী ফিট টু ফ্লাই মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
কেবিন ক্রুরা যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানান। পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক ককপিট থেকে যাত্রীর অসুস্থতার কথা ঘোষণা করেন, ফ্লাইটের মধ্যে কোনও ডাক্তার আছেন কি না জানতে চান।
এরপরফ্লাইটে থাকা একজন চিকিৎসক যাত্রী অসুস্থ ওই যাত্রীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। অসুস্থ যাত্রীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়। এরপরও যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসক যাত্রী ক্যাপ্টেনকে জানান, অসুস্থ যাত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে।
পরে যাত্রীর জীবন রক্ষার্থে ক্যাপ্টেন ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা দিয়ে জরুরি অবতরণ করেন।
সেই ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক গণমাধ্যমকে জানান, চিকিৎসক যখন জানান, অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করাতে হবে। তখনই ফ্লাইটটি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে ল্যান্ডের সিদ্ধান্ত নেই। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসি’র সাথে যোগাযোগ করে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করি। ফ্লাইট ডাইভার্ট করে সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেকর্ড ২৫ মিনিটের মধ্যে অবতরণ করি। সোফিয়া এয়ারপোর্টের ডাক্তার ফ্লাইট ডাইভার্ট করে সময়মতো রোগীকে আনার প্রশংসা করেন।
এদিকে, অন্য যাত্রীদের নিয়ে বিমানের সেই ফ্লাইট ৩ ঘণ্টা বিলম্বে লন্ডনের হিথরো এয়ারপোর্টে পৌঁছায়।
Discussion about this post