যান্ত্রিক ত্রুটির কারণে ১ ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর বিকেল ৪টা ১ মিনিটে শুরু হয়েছে মেট্রোরেলের চলাচল। এর আগে রোববার দুপুর ২টা ৪০ মিনিটে বন্ধ হয়ে যায় চলন্ত ট্রেন। ট্রেনে এবং স্টেশনে আটকা পড়া হাজার হাজার যাত্রী দুর্ভোগ পোহান। তবে কী কারণে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল, তা জানা যায়নি।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে কারিগরি ত্রুটি কী ধরনের, তা জানাননি তিনি।
মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, শেওড়াপাড়া কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিড়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ডিএমটিসিএল বার্তা দিয়েছে, জরুরি বোতাম টেপার কারণে ট্রেন বন্ধ হয়ে যায়।
আরেকটি সূত্র দাবি করছে, উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে।
মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ডিএমটিসিএল। সংবাদমাধ্যমকে এ কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি বলেন, আজ মেট্রোরেল চলাচল বন্ধের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজকের ঘটনা ঘটেছে মিরপুর-১১ নম্বর স্টেশনে। এটা ইন্টার্নাল না কি এক্সটার্নাল তা তদন্তে জানাতে বলা হয়েছে।
এ জেড কে/
Discussion about this post