অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সকলকে ভাঙাভাঙি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যেকোনো ধরনের ভাঙাভাঙি ঘটানোর চেষ্টা করলে তা প্রতিরোধ করতে হবে।
৭ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুরে পিনাকী এই মন্তব্য করেন। তার পোস্টে তিনি উল্লেখ করেন, ‘‘৩২ নম্বরকে জয় বাংলা করার পর আমাদের এখন আর কোনো রাজনৈতিক লক্ষ্যবস্তু নেই। বত্রিশ নম্বরকে মাজার বা মন্দির নামে উল্লেখ করা ঠিক হবে না। এটা সঠিকভাবে সুপ্রিম আইকন বা ফ্যাসিজমের প্রতীক হিসেবে চিহ্নিত করা উচিত।’’
তিনি আরও বলেন, ‘‘প্রফেসর ইউনুস আহ্বান জানিয়েছেন যে, এই সব ভাঙাচুরির কাজ বন্ধ করা হোক, এবং এটি বন্ধ করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’’
পিনাকী আরও বলেন, ‘‘যারা ভাঙাভাঙি করতে যাবে তাদের প্রতিরোধ করা হবে। আমাদের সকলকে একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে এই প্রচেষ্টা প্রতিহত করতে হবে।’’
এদিকে, পিনাকী ৫ ফেব্রুয়ারি রাতে এক ভিডিও বার্তায় বলেন, ‘‘আজ রাত ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ইচ্ছার প্রতিক্রিয়া জানাতে আমরা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভেঙে দেব।’’ তিনি মন্তব্য করেন, ‘‘ফ্যাসিবাদের আঁতুরঘর তথা ধানমন্ডি ৩২ নম্বরকে আমরা ইতিহাস থেকে মুছে ফেলবো।’’
তিনি জানান, ‘‘যে মুহূর্তে শেখ হাসিনা ভাষণ দিতে শুরু করবেন, সেই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে হাজির হতে হবে।’’ এর পাশাপাশি, ‘‘হাতুড়ি ও শাবল নিয়ে এসেও ভাঙচুর করার প্রস্তুতির কথাও বলেন তিনি।’’
পিনাকী ফ্যাসিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে, স্লোগান দিয়ে, গান গাইতে গাইতে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার আহ্বান জানান এবং জনগণের উদ্দেশে বলেছেন, ‘‘আজ রাত ৯টায় ইতিহাস রচনা হবে, ছাত্র সমাজের বিজয় নিশান উড়বে।’’
এ ইউ/
Discussion about this post