টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা দল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেটে বড় অর্জন বলতে একবার কেবল আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা। সেই দলটার কাছে এবার নাস্তানাবুদ হলো টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখাতেই বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিকরা।
হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মঙ্গলবার (২১ মে) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। টাইগারদের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা।
তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যর্থ হলেও তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহর দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে লড়াই করার মতো পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ। হৃদয় ৪৭ বলে ৫৮ রান করেন ৪টি চার ও ২টি ছক্কার মারে। মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রান করেন ২টি চার ও ১টি ছক্কার মারে। এর আগে সৌম্য সরকার ২০, লিটন দাস ১৪, নাজমুল হোসেন শান্ত ৩, সাকিব আল হাসান ৬ রান করে আউট হন। জাকের আলি শেষদিকে ৯ রান করেন ৫ বলে।
আরও পড়ুনঃ ২ দিন বন্ধ থাকবে ডেসকোর প্রিপেইড রিচার্জ
যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভেন টেইলর ২টি এবং সৌরভ, আলি ও জাসদীপ ১টি করে উইকেট শিকার করেন। বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে। জবাব দিতে নেমে যুক্তরাষ্ট্রও নিয়মিত বিরতিতে উইকেট হারায়। স্টিভেন টেইলর ২৮, মোনাঙ্ক প্যাটেল ১২, অ্যান্ড্রিস গোয়াস ২৩, অ্যারন জোনস ৪, নিতিশ কুমার ১০ রানে আউট হন। তবে কোরি অ্যান্ডারসন ও হারমিত সিংয়ের ৬২ রানের জুটি দারুণ এক জয় উপহার দেয় যুক্তরাষ্ট্রকে। অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ ও হারমিত মাত্র ১৩ বলে ৩৩ রান করেন। ৩ বল হাতে রেখে ১৫৬ রান করে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ২টি এবং শরিফুল ও রিশাদ ১টি করে উইকেট শিকার করেন।
এ এ/
Discussion about this post