মার্কিন যুক্তরাষ্ট্র এখন কার্যত লালে ছেয়ে গেছে। দেশটির ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসের মসনদে ফিরেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জনমত জরিপের সব হিসেব-নিকাশ পাল্টে দিয়ে মার্কিনিরা আরেকবার বেছে নিয়েছেন সাবেক এই প্রেসিডেন্টকে।
যুক্তরাষ্ট্রজুড়ে রিপাবলিকান তথা ট্রাম্প সমর্থকদের উৎসবের রাতে ঘরে বসে থাকতে পারেননি সাকিব আল হাসান ও তার পত্নী উম্মে আহমেদ শিশিরও। নিউইয়র্কে নিজেদের পছন্দের জায়গায় ঘুরে বেড়ানোর একটি ছবি ফেসবুকে পোস্ট করে আনন্দঘন মুহূর্তটি আবার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন সাকিবের সহধর্মীনী।
বাংলাদেশ সময় আজ দুপুরে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর রাত) সাকিবপত্নী ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, নিউইয়র্কের ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছেন দুজনে। ক্যাপশনে শিশির লিখেছেন, ‘নিউইয়র্কের ফাঁকা রাস্তা আমাদের খুব প্রিয়।’
এর আগে নিজের ফেসবুক স্টোরিতে আরেকটি ছবি পোস্ট করেছিলেন শিশির। হাতে সাঁটানো স্টিকারে লেখা, ‘আমি ভোট দিয়েছি’। বুঝাই যাচ্ছে, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। অবশ্য কমালা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প কাকে ভোট দিয়েছেন সেটি জানাননি।
পরিবার নিয়ে অনেক আগেই যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন সাকিব। তার সন্তানেরাও দেশটিতে পড়াশোনা করছে। অবশ্য ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময়টা ভালো কাটছে না টাইগার এই অলরাউন্ডারের। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিবের দেশে ফেরাটাই অনেকটা অনিশ্চয়তায় পড়ে গেছে। এমনকী নিজের ক্যারিয়ারও থমকে গেছে।
সূত্র: ঢাকা পোস্ট
এস এইচ/
Discussion about this post