যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মী মারা গেছে।
স্থানীয় সময় বুধবার (২১ মে) রাত নয়টার দিকে ওয়াশিংটন ডিসির জিউইশ মিউজিয়ামের বাইরে একটি অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খুব কাছ থেকে গুলি করা হয় তাদের। হামলার পর মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইসরায়েলি দূতাবাসের অন্যান্য কর্মীরাও। তবে আটক করা যায়নি অস্ত্রধারীকে। অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এলাকাটিতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বেশ কয়েকটি সড়ক। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত।
এস এইচ/
Discussion about this post