মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে আবারো বিমান দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বোকা র্যাটোন বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১২ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সকাল ১০ টা ২০ মিনিটের দিকে, তিনজন আরোহী নিয়ে একটি সেসনা ৩১০ বোকা র্যাটোন বিমানবন্দর থেকে ছেড়ে তালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু সময় পর সেটি বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি মহাসড়কের ওপর পড়ে আছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
বোকা র্যাটোন ফায়ার ডিপার্টমেন্টের সহকারী প্রধান মাইকেল লাসাল নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় বিমানটির তিনজনই হয়েছেন।
এফএএ জানিয়েছে, তারা এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার আশেপাশের পরিস্থিতি তদন্ত করছে।
দুর্ঘটনার পর প্রকাশিত এক বিবৃতিতে বোকা র্যাটোনের মেয়র স্কট সিঙ্গার প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জরুরি সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
বিমান বিশেষজ্ঞ ও মার্কিন বিমান বাহিনীর সাবেক পাইলট উইলার্ড শেপার্ড সিবিএস নিউজ মিয়ামিকে বলেছেন, একজন প্রত্যক্ষদর্শী বিমানটিকে নিকটবর্তী বিমানবন্দর থেকে উড্ডয়ন করতে দেখেছেন এবং ‘কিছু সমস্যা’ হয়েছে বলে মনে হচ্ছে। দুর্ঘটনার আগে বিমানটি বোকা র্যাটোন বিমান বন্দরে ফিরে যাওয়ার চেষ্টা করেছে।
তিনি বলেন, “অবশ্যই, খুব ভয়াবহ কিছু ঘটেছিল এবং বিমানটি সেখানেই বিধ্বস্ত হয়েছিল।”
এর আগে গত বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন।
এ ইউ/
Discussion about this post