যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে বন্দুকহামলার ঘটনা ঘটেছে।জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাই স্কুলে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিক্ষক এবং দুই শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।যাদের মধ্যে আটজন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন।
স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। স্কুলটি জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে ৪৫ মাইল বা প্রায় ৭২ কিলোমিটার উত্তর–পূর্বে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল প্রাঙ্গনে হঠাৎ গোলাগুলি শুরু হয়।এতে নিহত হয়েছেন চারজন। আহত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়স ১৪ বছর।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি জর্জিয়া পুলিশ। এমনকি এ হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তাও জানায়নি তারা।
স্থানীয় শেরিফ জুড স্মিথ এই হামলাকে ‘বর্ণনাতীত নৃশংসতা’ বলে আখ্যা দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনার কয়েক মিনিটের মধ্যে আইন প্রয়োগকারীরা ঘটনাস্থলে পৌঁছায়। অস্ত্রধারী আত্মসমর্পণ করে। সে হাল ছেড়ে দেয়, মাটিতে পড়ে যায় এবং অফিসাররা তাকে হেফাজতে নেয়।
বিদ্যালয়ে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, একের পর এক এ ধরনের ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না।
এস আর/
Discussion about this post