ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। রোববার (২৮ এপ্রিল) রাতে দেশে ফিরেই তার গ্রামের বাড়ি মাগুরা চলে যান দেশসেরা এই অলরাউন্ডার। ঈদুল ফিতরের পর শুরু হয়েছে ডিপিএলের খেলা।
চলমান ডিপিএলে শেখ জামালের হয়ে খেলছেন সাকিব আল হাসান। তবে ডিপিএল শুরু হলেও দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেননি সাকিব। দেশে ফিরেই আগে গিয়েছেন মাগুরায়। সেখানকার সংসদ সদস্য তিনি। গত জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ফলে আগে নিজ এলাকার নেতাদের সঙ্গে দেখা করতে গেছেন সাকিব।
এদিকে রোববার ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টির দল। সেখানে রাখা হয়নি সাকিবকে। শুধু সাকিবই নন, প্রথম তিন ম্যাচে দলে রাখা হয়নি মুস্তাফিজকেও।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ হবে ৩, ৫ ও ৭ মে। এই তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দু’টি ম্যাচ হবে ১০ ও ১২ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এ এস/
Discussion about this post