বেনিয়ামিন নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে জাতির উদ্দেশে বলেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এটি আমাদের দেশের জন্য ‘দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ’। তিনি আরও বলেন, এ অভিযান সহজ নয়। এ মিশন দীর্ঘস্থায়ী ও কঠিন হবে। আমরা প্রস্তুত।
এ পর্যায়ে আমাদের লক্ষ্য পরিষ্কার। জিম্মিদেরকে দেশে ফিরিয়ে আনবো এবং হামাসকে ও তার সামরিক সক্ষমতাকে ধ্বংস করবো। অবরুদ্ধ গাজায় ইসরাইলের বোমা হামলা অব্যাহত রয়েছে। টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহুও বলেছেন, গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি কমান্ডার ও সেনা মোতায়েন করা হয়েছে।
এ দিকে উড়োজাহাজ থেকে লিফলেট ফেলে গাজাবাসীকে সতর্ক করেছে ইসরাইল। লিফলেটে বলা হয়েছে, উত্তর গাজা এখন যুদ্ধক্ষেত্র, আপনারা সবাই দক্ষিণ গাজায় চলে যান। ত্রাণ সংস্থাগুলোও বলেছে, গাজার বেসামরিক ফিলিস্তিনিদের জন্য নিরাপদ কোনও স্থান নেই।
ইসরাইল কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের হামলায় ইসরাইলে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। অপর দিকে, ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
Discussion about this post