কাশ্মীরের পেহেলগাম হামলার পর সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে ভারত। এর প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে।
গতকাল শনিবার পিটিভি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আলাপকালে শেহবাজ শরিফ আরও জানান, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
পেহেলগাম হামলার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সরাসরি বা পরোক্ষ সম্পর্ক নেই। বরং গত দুই দশকে সন্ত্রাসবাদের বড় শিকার হয়েছে পাকিস্তান, প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ এবং দেশটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান দৃঢ় অবস্থানে রয়েছে।
পেহেলগাম ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী শেহবাজ। একইসঙ্গে, উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখতে পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পাকিস্তান এই অঞ্চলজুড়ে শান্তি চায় এবং ইরান যদি এ বিষয়ে ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান তা স্বাগত জানাবে।
কাশ্মির প্রসঙ্গে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরি জনগণের ন্যায্য আত্মনিয়ন্ত্রণের দাবির পাশে থাকবে এবং জাতিসংঘের গৃহীত প্রস্তাবের ভিত্তিতে তাদের সমর্থন দিয়ে যাবে।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম এই আন্দোলনকে সমর্থন করেন এবং তারা চান অঞ্চলটি হয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক বা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। ভারত এ আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করলেও, পাকিস্তান একে বৈধ স্বাধীনতাকামী সংগ্রাম হিসেবে দেখে।
এস এইচ/
Discussion about this post