সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। আজ রমজানের ৩০ দিন পূর্ণ হবে দেশগুলোতে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশে ঈদ হতে পারে বৃহস্পতিবার। ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া, বৃষ্টি না কি তীব্র তাপ? তা জানার আগ্রহ থাকে সবার। মঙ্গলবার (৯ এপ্রিল) ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ চাঁদ না দেখা গেলে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর হবে। ওই দিন সকালের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘তাপমাত্রা বৃদ্ধির যে প্রবণতা আজ শুরু হয়েছে, এটা এখন আর কমবে না। আগামীকালও তাপমাত্রা বাড়তে পারে। ঈদুল ফিতর বৃহস্পতিবার হতে পারে বলে মনে করা হচ্ছে। ওই দিন তাপমাত্রা কমবে না।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার সকালের দিকে তাপমাত্রা খুব না–ও বাড়তে পারে। তবে দুপুরের পর থেকেই তাপমাত্রা বেড়ে যাবে। ওই দিন রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহেরও সম্ভাবনা আছে।’
টিবি
Discussion about this post