লাতিন আমেরিকার শ্রেষ্টত্বের লড়াই কোপা আমেরিকা মাঠে গড়াতে বাকি ১ মাসেরও বেশি। এরই মধ্যে দল ঘোষণা করেছে তারকায় ঠাসা ব্রাজিল। তবে এই দলে জায়গা হয়নি সবচেয়ে নেইমার জুনিয়রের। তরুণদের পারফরম্যান্সের কাছে বাদ পড়েছেন ক্যাসেমিরোও। তবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলে ভক্তদের মনে আক্ষেপ অবশ্য তেমনটা নেই। কারণ- দলে আছেন ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোর মতো তরুণ তুর্কিরা।
আরও পড়ুন – এখনো ভিসা হয়নি ৩৭ শতাংশ হজযাত্রীর
চলতি বছরের ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা। চমক দিয়ে কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। চোটের কারণে একাধিক তারকা খেলয়াড়কে হারিয়েছে তারা। সেই তালিকায় সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র। লম্বা সময় ধরে তিনি চোটের মধ্যে আছেন। অবশ্য নেইমার স্কোয়াডে না থাকলেও কোপায় তার খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না।
শুক্রবার নেইমারকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কোচ দরিভাল জুনিয়রের ২৩ সদস্যের দলে জায়গা হয়নি ৩২ বছর বয়সী স্ট্রাইকারের। এছাড়া পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন কাসেমিরো, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসের মতো তারকারা।
আগামী ২৩ মে পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে। যেহেতু ব্রাজিল ২৩ জনের নাম ঘোষণা করছে, তাই তারা আরও ৩ জন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে। সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও নেইমারকে নিয়ে আশা দেখছেন।
ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াডে গোলকিপার হিসেবে প্রথম পছন্দ আলিসন বেকার। তার সাথে আরও দুজন থাকবেন- এদেরসন, বেন্তো। এছাড়া প্রতিপক্ষকে ডিফেন্ড করার জন্য দলে রাখা হয়েছে-বেরালদো, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল, মারকিনিওস, দানিলো, ইয়ান কৌতো, গিলের্মে আরানাল, ওয়েন্দেলকে। দলে হয়ে মিডফিল্ডা দাপিয়ে বেড়াবেন-আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেজ, ডগলাজ লুইজ, হোয়াও গোমেজ, লুকাস পাকেতা। আর প্রতিপক্ষের জালে বল জড়াতে ফরোয়ার্ডে থাকবেন: এনদ্রিক, ইভানিলসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিও ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো বিশ্বমানের তারকা ফুটবলার।
এ এস/
Discussion about this post