বলা নেই কওয়া নেই হঠাৎই পর্দার আড়ালে চলে যান বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা প্রীতি জিনতা। কিন্তু ঠিকই ১৭ বছর পর এবার হাজির হয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে। সেখানেই গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন তিনি।
কেন হঠাৎ হারিয়ে গেলেন তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন। এই নায়িকা জানিয়েছেন, নিজের বাচ্চা আর পরিবারকে সময় দেওয়ার জন্য তিনি সিনেমা জগতের বাইরে ছিলেন। প্রীতি বলেন, আমি আর সিনেমা করতে চাইনি। ব্যবসা ও ব্যক্তিগত জীবনে মনোযোগ দিতে চেয়েছিলাম। কারণ একজন নারী অভিনয় কিংবা যেকোনো কাজ নৈপুণ্যর সঙ্গে করলেও ‘বায়োলজিক্যাল ক্লক’ থেমে থাকে না, এটা সকলেই ভুলে যান।
অভিনেত্রী বলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে কাউকে ডেট করিনি। কোনো অভিনেতার সঙ্গে প্রেম করিনি। সবসময় পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই কাজ, অন্যের জীবন নিয়ে মাতামাতি ও প্রেম করে নিজের জীবনে বাঁচতে ভুলে যান। কিন্তু আমি সন্তান চেয়েছিলাম। পাশাপাশি ব্যবসাকে গুরুত্ব দিয়েছিলাম। সবকিছু মিলিয়ে ব্যক্তিগত জীবনে ফোকাস করেছিলাম। কেবল একজন ভালো অভিনেত্রী হয়ে পুরো জীবনটা একাকিত্বে কাটাতে চাইনি।’
তবে ৬ বছর পর আবারও ‘লাহোর ১৯৪৭’ সিনেমা নিয়ে ফিরছেন বলে জানিয়েছেন তিনি। তার এই প্রত্যাবর্তন কতটা দর্শকের মনে ধরবে তা সময়ই বলে দেবে।
এ এস/
Discussion about this post