বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু দাবি করেছেন রমজান মাসজুড়ে নিত্যপণ্যের দাম নিম্নমুখী ছিল। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি করেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, শুধু রমজান মাস নয়, সারা বছর নিত্যপণ্যের সরবরাহ অব্যাহত রাখতে কাজ করবে মন্ত্রণালয়। একই সাথে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। তবে, সম্প্রতি ইরান-ইসরায়েল হামলার ঘটনায় অস্বস্তিতে আছেন। কারণ এ ঘটনায় বাজারে প্রভাব পরতে পারে। এমন চ্যালেঞ্জ যাতে বাজারে না আসে, তা মোকাবেলা করতে হবে।
এবার দেশের মানুষে স্বস্তিতে ঈদুল ফিতর উদযাপন করেছে জানিয়ে আহসানুল হক টিটু বলেন, শুধু রাজধানী নয়, দেশের সব জায়গায় শান্তিপূর্ণ ঈদ ও নববর্ষ উদযাপিত হয়েছে।
টিবি
Discussion about this post