রাঙামাটি শহরে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। শুক্রবার (১৬ মে) বিকেল ৫ টা থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে একদল লোক জেলা শহরের উপজেলা পরিষদ এলাকায় এ ভাস্কর্যটি ভাঙতে শুরু করেন।
এর আগে বেলা ৩টার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার’ ব্যানারে একদল লোক শহরের ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সার্ভার স্টেশনের সামনে অবস্থান নেয়।
ভাস্কর্য ভাঙায় অংশ নেওয়া ছাত্র-জনতারা জানান, সারাদেশ থেকে ফ্যাসিবাদের সকল চিহ্ন মুছে ফেলা হবে। আজ থেকে রাঙামাটিতে ফ্যাসিবাদের প্রতিকৃতি ভাঙ্গার মধ্যে দিয়ে এ সংগ্রাম শুরু হয়েছে। এ প্রতিকৃতি ভাঙ্গা শেষ না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা এ স্থান থেকে সরবে না বলে জানান তারা।
এম এইচ/
Discussion about this post