পার্বত্য দুই জেলা বান্দরবান ও রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। আগামী মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে কী কারণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেটি পুরোপুরি নিশ্চিত করা হয়নি। নির্দেশনায় বলা হয়েছে, অনিবার্য কারণবশত এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, তিন পার্বত্য জেলার ক্ষেত্রেই এই নির্দেশনা জারি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যটকদের রাঙামাটি ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে সাজেক ভ্যালিতেও অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।
এ ইউ/
Discussion about this post