রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক (৭০) ও (৬০) বছর। ধারণা করা হচ্ছে তারা স্বামী স্ত্রী।
শুক্রবার দুপুরে যাত্রাবাড়ী কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য আরেক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রহমতুল্লাহ জানান, দুপুরে কুতুবখালী স্কুলের সামনে মানুষের জটলা দেখে এগিয়ে গিয়ে দেখি একজন পুরুষ ও নারী রক্তাক্ত অবস্থায় পরে আছে। তাদেরকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে মহিলাটি মারা যায়। পরে আরেকজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তিনিও মারা যায়।
তিনি আরও জানান, জানতে পেরেছি দু’জন কুতুবখালীতে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী কোনো যানবাহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে তারা স্বামী স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর জানান, বিকালে পথচারীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যায়। পথচারীরা জানান গাড়ি ধাক্কা দিয়েছিল ওই ব্যক্তিকে। তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল সাদা পাঞ্জাবী ও পায়জামা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ ইউ/
Discussion about this post