রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’জন হলেন, জাহাঙ্গীর আলম (৩৪) ও ফরহাদ হোসেন (২৬)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ১৪ সেপ্টেম্বর শাহবাগ থানায় সংগঠনটির ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান।
এ ইউ/
Discussion about this post