রাজধানীর চকবাজারের সোলায়মান টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টার দিকে টাওয়ারের নিচ তলায় দুটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সকাল ৮ টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। এই সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির নিচতলায় দুটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন আনোয়ারুল ইসলাম।
এস আর/
Discussion about this post