রাজধানীর পল্টনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।
রবিবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে।
পল্টন থানা পুলিশের সাব ইন্সপেক্টর মো. আরিফ বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়। আর নিহতের পরিচয় জানা না যায়নি।
এম এইচ/
Discussion about this post