রাজধানীর বিভিন্ন এলাকায় যখন ইংরেজি নববর্ষকে বরণ করতে আতশবাজি আর ফানুস উড়ানোর উৎসব চলছে তখন হঠাৎ পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার(১ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে নাজিরা বাজারের বিউটি লাচ্ছির পাশের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। যে দোকানে আগুন লাগেছে সেটি রঙের দোকান ছিল বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের ৩ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
এস আর/
Discussion about this post