বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন।
এদিক পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আফতাবনগরে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে রামপুরা ব্রিজ থেকে আফতাবনগর যাওয়ার রাস্তায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছেন অভিভাবকেরাও।
দুপুর সোয়া ১টার দিকে কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা রাজধানীর প্রগতি সরণি এলাকার যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে হুট করে তারা প্রধান সড়কে নেমে আসেন। তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যানচলাচল।
জড়ো হওয়া শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল শুক্রবার সারাদেশে পালিত ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় ব্যাপক হতাহত হয়। ওই সব হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে সারাদেশে আমরা আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এখানে আমরা শুধু শিক্ষার্থীরাই উপস্থিত আছি।
এস এম/
Discussion about this post