সাকিব আল হাসানের বিশ্বাস- মাগুরা-১ আসন থেকে নির্বাচনে দাঁড়ালে আবারো জিতবেন তিনি। ২০২৪ সালের নির্বাচনে তার জয় ছিল সুষ্ঠু, মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। মাগুরার মানুষও তাকে চায়- এটিও বিশ্বাস করেন। এমনকি রাজনীতিতে আসাও কোনো ভুল ছিল না বলে বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের।
সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব নিজের মাত্র ৬ মাস মেয়াদী রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেন। সেখানে দাবি করেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছিলেন রাজনীতি নিয়ে মাথা না ঘামিয়ে খেলার দিকেই মনোযোগ রাখতে।
সাকিব বলেন, ‘আমি মাত্র মাস ছয়েকের মতো রাজনীতিতে ছিলাম। নির্বাচনের পর সম্ভবত ৩ দিন মাগুরায় গিয়েছি। ৪-৫ মাসই ক্রিকেট নিয়ে ছিলাম। রাজনীতি করার বা পরিস্থিতি বুঝার সময় পেলাম কই? তখনকার প্রধানমন্ত্রী আমাকে বললেন, তোমাকে রাজনীতি করতে হবে না, ক্রিকেটে মনোযোগ রাখো। আমি সেই পরামর্শ মেনে চললাম। আর কোনো এজেন্ডা তো ছিল না। আমার ভাবনাই ছিল যতদিন পারি ক্রিকেট খেলে যাব। আমি চাইলেই ক্রিকেট ছেলে ফুল টাইম পলিটিশিয়ান হতে পারতাম। আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। এরপর আস্তেধীরে বুঝেশুনে রাজনীতিতে মনোযোগ দিতাম। হুট করে রাজনীতিতে জড়িয়ে যেতে চাইনি। মানুষের দুটি মৌলিক অধিকার আছে- একটা ভোট দেওয়া আরেকটা নিজের পছন্দের রাজনৈতিক দলে যোগ দেওয়া।‘
রাজনীতিতে যোগ দেওয়া ভুল ছিল না, এমনকি এখনও নির্বাচন করলে তিনি জয়লাভ করবেন। এমন অভিমত ব্যক্ত করে সাকিব বলেন-
‘যারা বলছে রাজনীতিতে আসা ঠিক হয়নি তাদের বেশিরভাগই মাগুরার বাইরের। মাগুরার ভোটাররা বিশ্বাস করছে কোনটা- এটাই বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাকে না চাইলে ভোট দিবে না। ব্যাপারটা তো খুব সিম্পল। আমি যদি আজও নির্বাচনে দাঁড়াই, মাগুরার লোকজন আমাকে ভোট দিতে আসবে কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব। আমি বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছি। আপনি সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেম পরিবর্তন করবেন কীভাবে? এখন যারা দেশ চালাচ্ছে, সিস্টেমের বাইরে থাকলে কি কোনো পরিবর্তন আনতে পারত?’
‘এটা মানুষের ব্যাপার। আমি মনে করি যখন আমি রাজনীতিতে যোগ দিয়েছি তখন ব্যাপারটা ঠিক ছিল। আমি এখনও বিশ্বাস করি আমি ঠিক ছিলাম। কারণ আমার ভাবনা ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমার মনে হয়েছে ওদের জন্য কিছু করতে পারব, তারাও আমাকে চায়। আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোট হয়েছে। আমার মনে হয় না কেউ সন্দেহ প্রকাশ করবে যে আমি যদি আবারো দাঁড়াই আবারো জয়ী হবো।‘
সাকিবের অবশ্য কিছু ভুল ভেঙেছে। কেটেছে মোহ, ভেঙেছে ঘোরও। তাই বললেন, ‘আগে একটা ঘোরের মধ্যে ছিলাম। এখন মানুষের নতুন চেহারা দেখছি।‘
এ ইউ/
Discussion about this post