গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। রাজনৈতিক সংস্কার ছাড়া রাষ্ট্রের সংস্কার স্থায়ী হবে না।
শনিবার (২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর মাইজদীতে ছাত্র-জনতার আত্মত্যাগকে ধারণ করে দুর্নীতি-দুঃশাসন মুক্ত বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নূর বলেন, এক লুটেরা গিয়েছে, যদি আবারও কোনো লুটেরা ক্ষমতায় আসে তাদেরও একই চিত্র দেখতে হবে। আজ যারা আওয়ামী লীগের মতো দখলদারি, চাঁদাবাজি করতে চায় তারা গণঅধিকার পরিষদকে ভয় পায়।
নিবন্ধিত রাজনৈতিক দলকে সরকারের পক্ষ থেকে বাৎসরিক বাজেট দেয়ার দাবি করে ভিপি নূর বলেন, সাধারণ মানুষ রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। কোটি কোটি টাকা খরচ করার ভয়ে সাধারণ জনগণ নির্বাচনে সম্পৃক্ত হতে পারে না। জাতীয় নির্বাচনের আগে সকল স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।
এসময় প্রধান বক্তার বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়ায় আপনাদের ধন্যবাদ জানাই। নোয়াখালীর অভিশাপ ছিল ওবায়দুল কাদের। শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের মিলে আমাদের হাজারও ভাইকে খুন করেছে। তাদের কোনও ক্ষমা হতে পারে না।
আওয়ামী লীগ দেশের রাজনীতির সৌন্দর্য নষ্ট করেছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তারা শিক্ষার্থীদের যতগুলো করেছে তার প্রতিটা বুলেটের বিচার এ দেশে হবে। শেখ হাসিনা বলেছিল, শেখ মুজিবের কন্যা পালায় না। এটা বলার তিনদিন পর সে পালিয়ে গেছে। আমাদের স্পষ্ট দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।
এম এইচ/
Discussion about this post