রাজবাড়ীর পাংশায় ৩৭০ পিস গাঁজার গাছসহ সাহিদুল মণ্ডল (৩৬) নামে এক গাঁজাচাষিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আটক গাজাচাষি শহিদুল মণ্ডল বেজপাড়া গ্রামের হামিদ মণ্ডলের ছেলে।
পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, থানার এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পেঁয়াজ ও রসুন ক্ষেত থেকে ৩৭০ পিস গাঁজার গাছ জব্দ করে।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গত ১ মাস আগে থেকে বেজপাড়া গ্রামে ৪ শতাংশ জমি বন্ধক নিয়ে সাহিদুল মণ্ডল নামে এক ব্যক্তি গাঁজা চাষ ও পরিচর্যা করে আসছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজার গাছ জব্দসহ ওই চাষিকে আটক করে।
সূত্রঃ দৈনিক জনকণ্ঠ
এম এইচ/
Discussion about this post