রাজশাহীর গোদাগাড়ীতে ফুটবলের ভেতর থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব।
রোববার (২৭ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৫ রাজশাহীর মিডিয়া উইংয়ের ল্যান্স করপোরাল মো. শরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গোদাগাড়ীর হেলিপ্যাড সংলগ্ন স্বরমোংলা এলাকায় জামাল নামে এক ব্যক্তির পরিত্যক্ত জমিতে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন। গোদাগাড়ীর সীমান্ত এলাকা থেকে মাদকের বড় চালান শহরে প্রবেশ করবে বলে তথ্য ছিল। বিষয়টি জানতে পেরে বিভিন্ন রুটে নজরদারি বাড়ায় র্যাব।
র্যাব জানিয়েছে, টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ফুটবল ফেলে পালিয়ে যায় একজন। পরে ফুটবল কেটে তার ভেতর বিশেষ কায়দায় রক্ষিত ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-৫ রাজশাহীর কর্মকর্তা মো. শরিফ উদ্দিন বলেন, পরে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে উদ্ধার করা হেরোইন গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এম এইচ/
Discussion about this post