স্যাটেলাইটে নতুন ব্যবস্থাপনায় নতুন আঙ্গিকে সোমবার (২৬ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট থেকে নিয়মিত সম্প্রচার শুরু করছে ‘সময়’ টেলিভিশন। এর আগে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৯আগস্ট থেকে সাত দিনের জন্য স্যাটেলাইটে সময় টিভির সম্প্রচার বন্ধ ছিল। আর আদালতের নির্দেশে আজ স্যাটেলাইটে ফের সম্প্রচার শুরু হচ্ছে টেলিভিশনটির।
গত ১৪ আগস্ট সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়। আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।
এ নিয়ে আইনি ঝামেলা কাটিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় টেলিভিশনটির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়। প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান। এছাড়াও সংবাদ পরিচালনার জন্য কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে টেলিভিশনটি।
এদিকে নতুন পরিচালনা পর্ষদ জানিয়েছে, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় সাধারণ মানুষের কাছে টেলিভিশনটিকে নতুনরূপে পরিচয় করিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৭ এপ্রিল ২৪ গণ্টার সংবাদভিত্তিক চ্যানেলে হিসেবে পথচলা শুরু হয় সময় টিভির।
টিবি
Discussion about this post