হবিগঞ্জের লাখাইয়ে বিলের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ শতাধিক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বিএনপি নেতা ও লাখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফ আহমদ রুপন এবং দলের আরেক নেতা হারিছ মিয়ার মধ্যে খাইঞ্জা নামের একটি বিলের দখল নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষে মামলা চলছে। গতকাল বুধবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ শতাধিক আহত হয়েছেন।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্তত ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ইউ/
Discussion about this post