যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার খুব কাছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে ২৬৭টি ইলেকটোরাল কলেজ। কমলা হ্যারিসের ঝুলিতে ২২৪টি। আর মাত্র তিনটি ইলেকটোরাল কলেজ পেলেই দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার দুপুরে) ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণা সদর দপ্তরের সামনে তিনি সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তবে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস স্থানীয় সময় মঙ্গলবার রাতে (নির্বাচনের রাত) তার সমর্থকদের উদ্দেশে কোনো বলবেন না বলে জানা গেছে।
কমলার প্রচারশিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, “নির্বাচনের রাতে তিনি সমর্থকদের উদ্দেশে কিছু বলবেন না।”
কমলার প্রচারশিবিরের কো-চেয়ার সেড্রিক রিচমন্ড বলেন, “বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা আজ রাতে (মঙ্গলবার রাত) তার সমর্থকদের উদ্দেশে কোনো বক্তব্য দেবেন না। তবে তিনি আগামীকাল (স্থানীয় সময় বুধবার) বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।”
রিচমন্ড আরও বলেন, “আমাদের এখনো ভোট গণনা বাকি আছে। আমাদের এখনো এমন অঙ্গরাজ্য রয়েছে, যেগুলোর ফলাফল এখনো আসেনি।”
রিচমন্ড বলেন, “প্রতিটি ভোট গণনা হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য কমলার শিবির লড়াই চালিয়ে যাবে। ফলাফলে যেন প্রত্যেক ভোটারের রায় প্রতিফলিত হয়।”
স্থানীয় সময় গতকাল (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। ইতিমধ্যে অধিকাংশ অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৬৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর তার নির্বাচনি প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল কলেজ ভোট।
এ ইউ/
Discussion about this post