সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না। কাঙ্খিত সেই জয় ঠিকই আদায় করে নিয়েছে বাংলাদেশ এইচপি। ৩ উইকেটে তারা হারিয়েছে পার্থ স্কর্চার্সকে। যে জয়ে শেষ চার নিশ্চিত করেছে আকবর আলির দল।
১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩ বল হাতে রেখেই সেখানে পৌঁছায় এইচপি। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক আকবর আলি। তার ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ৩ ছক্কায়। এছাড়া ১০ বলে ১ চার ও ২ ছক্কায় ২৫ রান করেন মাহফুজুর রহমান রাব্বি। ২৬ বলে ২৬ রান করেন ওপেনার জিশান আলম।
৯ দলের টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ। ৬ ম্যাচের মধ্যে চারটিতে জিতে শীর্ষে অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টেরিটিরি। ৫ ম্যাচের মধ্যে চারটি জিতে দুইয়ে পাকিস্তান শাহিনস। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল।
এম/এইচ
Discussion about this post