রাজধানীর রামপুরায় একটি রিকশা গ্যারেজের দেয়াল ধসে চাপা পড়ে মো. জিসান ভুঁইয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালের দিকে কুঞ্জবন গার্মেন্টসের গলিতে এ ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন। জিসান ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইল থানার কুড়িচমনি গ্রামের মিরাজ ভূঁইয়ার ছেলে। বর্তমানে রামপুরা এলাকায় ভাড়া থাকতো।
নিহত শিশুর বাবা মিরাজ ভূইয়া বলেন, আমি ভ্যানগাড়ি চালাই। আমার এক ছেলে ও এক মেয়ের মধ্যে জিসান ছিল ছোট। আজ সকালের মায়ের সঙ্গে চা আনতে গিয়েছিল জিসান। এ সময় আনিসের রিকশার গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময় ওই পুরাতন বাউন্ডারি দেয়াল ধসে চাপা পড়ে জিসান গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।
বিষয়টি নিশ্চিত করেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তারেক। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর আত্মীয় স্বজনসহ আমরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Discussion about this post