রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. বাচ্চু (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রবিবার (২ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালের ৩২নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত মো. বাচ্চু রাজশাহীর চারঘাট উপজেলার হাক ঝিকরা গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তার হাজতি নং ১১১১৬/২৪।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারাভোগকালে বুকে ব্যথা জনিত কারণে অসুস্থ হন বাচ্চু। পরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাকে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩২নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। সেই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস এইচ/
Discussion about this post