রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার ওরিওল অঞ্চলে দূরপাল্লার শাহেদ ড্রোনের একটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ ডিপোতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার (২৮ ডিসেম্বর) ইউক্রেনীয় সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই হামলা রাশিয়ার জন্য ইউক্রেনের বিরুদ্ধে বৃহৎ আকারের ড্রোন হামলা পরিচালনার সক্ষমতা ‘গুরুতরভাবে কমিয়ে’ দিয়েছে।
এ বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ টেলিগ্রামে জানান, গত বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী এই হামলা চালায়। তারা জানায়, হামলার ফলে শাহেদ কামিকাজে ড্রোনের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য ব্যবহৃত সুরক্ষিত কংক্রিট কাঠামোতে একটি ডিপো ধ্বংস হয়ে গেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এই সামরিক অভিযানে শত্রুপেক্ষের বিমান হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এটি ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার ড্রোন হামলা চালানোর ক্ষমতা কমিয়ে দিয়েছে।
এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।
উল্লেখ্য, রাশিয়া গত ৩৪ মাস ধরে ইউক্রেনে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গত কয়েক মাস মস্কো প্রায় প্রতিদিন শতাধিক ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
গত শুক্রবার রাতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, তারা রাশিয়া থেকে নিক্ষিপ্ত ১৬টি ড্রোনের মধ্যে ১৫টি গুলি করে ভূপাতিত করেছে। অন্য ড্রোনটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
সূত্র: রয়টার্স
এ ইউ/
Discussion about this post