রাশিয়ার ভেতরে আরও অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।
জেলেনস্কি জানান, বুধবার ( ১৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযানে রাশিয়ার সীমান্তবর্তী শহর কুরস্কের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে ইউক্রেনের সেনারা। এখন পর্যন্ত তারা শতাধিক রাশিয়ার সেনাসদস্যদের আটক করেছে বলেও জানান তিনি।
রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের অভিযান দ্বিতীয় সপ্তাহে গড়াল। গত সপ্তাহে রাশিয়ার সীমান্ত দিয়ে মস্কোর ভেতরে প্রবেশ করে ইউক্রেনের সেনারা। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটিই সবচেয়ে বড় অর্জন কিয়েভের।
গত সপ্তাহে রাশিয়ার ভূ-খণ্ডে শুরু হওয়া ইউক্রেনের অভিযানে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল এবং ৭৪ টি শহর ও গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন।
এদিকে রাশিয়ার দ্বিতীয় অঞ্চল বেলগোরোদে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন এলাকাটিতে গত ২৪ ঘণ্টায় ২৩টি ড্রোন হামলা চালানো হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের অভিযানের কারণে শান্তি আলোচনার সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে রাশিয়া।
এম/এইচ
Discussion about this post